
বশির আহমেদ রুবেল, চট্টগ্রাম : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভে কর্মসূচিতে উত্তাল হয়ে ওঠে চট্টগ্রামের ছাত্র জনতার ও সাধারণ মানুষ।
শনিবার বিকাল তিনটায় কর্মসূচি ঘোষণা থাকলেও তিনটে ঘোরানোর পূর্বেই জনসমুদ্রে পরিণত হতে থাকে চট্টগ্রামের নিউ মার্কেট এলাকা।
ছাত্রদের আজকের কর্মসূচিতেও হাজার হাজার শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, আইনজীবী, ডাক্তার, বুদ্ধিজীবী, সাংস্কৃতিকর্মী, গণমাধ্যমকর্মী, মানবাধিকারকর্মী, আলেম-ওলামা, শ্রমিকসহ চট্টগ্রামের সর্বস্তরের নাগরিকদের বিক্ষোভে অংশগ্রহণ করতে দেখা যায়।
একই সময়ে ছাত্রলীগের এক অংশকে নগরীর জিওসি মোড় ও দুই নম্বর গেট এলাকায় বিক্ষোভে করতে দেখা যায়। যদিও সেখানে ছাত্রদের কোনো অবস্থান ছিল না।
জানা যায়, মহান শোক দিবস উপলক্ষে ছাত্রলীগের কর্মসূচি বাতিল হওয়ায় ছাত্রদের বিক্ষোভে প্রতিরোধে তারা অবস্থান নেই।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভে কর্মসূচিতে আজ চট্টগ্রামে পুলিশের নিষ্ক্রিয় অবস্থান লক্ষ্য করা যায়। ছাত্রদের পুলিশের প্রতি প্রতিহিংসা পরায়ণ অবস্থান লক্ষ্য করা যায়নি।
এদিকে বিক্ষিপ্ত ছাত্ররা কিছু সংবাদকর্মীকে তাদের জন সমাবেশের অবস্থান থেকে বের করে দেয়।
এই নিয়ে কথা বলতে গেলে কয়েকজন ছাত্র জানায়, সাংবাদিকরা শুধুমাত্র ছবি উঠায় কিন্তু কোথাও তা প্রকাশ করে না। কোন টিভিতে ছাত্রদের পক্ষে নিউজ করতে দেখা যায় না। এরা দালাল মিডিয়া, তাই সাংবাদিকদের প্রতি ক্ষোভ প্রদর্শন করেছেন ছাত্ররা।
সর্বশেষ খবর পর্যন্ত চট্টগ্রামের কোথাও কোন ধরনের সংঘাত হয়নি, শান্তিপূর্ণভাবে চট্টগ্রামের ছাত্র আন্দোলন কর্মসূচি পালন হয়েছে।