মঙ্গলবার, ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

রায়পুরায় সাংবাদিককে গুলি ও মাথায় হাতুড়ি দিয়ে আঘাত

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় মনিরুজ্জামান মনির (৪০) নামে স্থানীয় এক সাংবাদিককে গুলি করে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার দুপুরে পৌর এলাকার শ্রীরামপুর বাজারে এ ঘটনা ঘটে।

আহত মনিরুজ্জামান মনির রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দেশ রুপান্তর পত্রিকার রায়পুরা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি উপজেলার মেথিকান্দা গ্রামের নুর মোহাম্মদ এর ছেলে।

প্রত্যক্ষদর্শীসহ বিভিন্ন সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে মনিরুজ্জামান শ্রীরামপুর বাজারে গেলে আগে থেকে উৎপেতে থাকা দুর্বৃত্তরা তার দিকে এগিয়ে আসতে থাকলে প্রাণ ভয়ে তিনি দৌড়ে নিকটস্থ একটি চালের আড়তে ডুকে পড়েন। পরে দুর্বত্তরা তাকে সেখান থেকে টেনে হিঁচড়ে বের করে দুই পায়ে ৩টি ও দুই হাতে ২টি গুলি করে এবং পরে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক।

এ ঘটনার সময় রায়পুরা থানা পুলিশের কোন তৎপরতা না থাকায় সার্বিক সহযোগিতা করেছে বাংলাদেশ সেনা বাহিনীর সদস্যরা। সেনাবাহিনীর দল হাসপাতালে গিয়ে আহত সাংবাদিক মনিরুজ্জামানের খোঁজখবর নেন ও ঘটনাস্থলসহ আশপাশ এলাকায় নিরাপত্তা জোরদার করেন। স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, হত্যার উদ্দেশ্যেই এই ঘটনা ঘটানো হয়েছে।

এ ঘটনায় নরসিংদী ও উপজেলা সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ তীব্র নিন্দা জ্ঞাপন করে দ্রুত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা (আরএমও) রঞ্জন কুমার বর্মন বলেন, হাতে এবং পায়ে গুলি লেগেছে। মাথায়ও গুরুতর আঘাত আছে। অবস্থা আমাদের অনুকুলে না থাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছি।


উল্লেখ্য, সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে রায়পুরায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়া ও আবিদ হাসান রুবেলের সমর্থকদের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।

উক্ত ঘটনার কয়েক ঘন্টা পর ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া মারা যায়। উক্ত ঘটনায় প্রতিদ্বন্ধী প্রার্থী আবিদ হাসান রুবেলকে প্রধান আসামি করে থানায় মামলা করে নিহত ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমনের বাবা ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন।

পরে নিহত সুমনের পক্ষে হত্যার প্রতিবাদে নামে মেথিকান্দা লিয়াকত আলী মিস্ত্রী ওরফে লইক্কা মিস্ত্রীর ছেলে বাছেদ মেম্বার, হারুন মিয়াসহ তার সমর্থকরা।

অভিযুক্ত আবিদ হাসান রুবেলের বাড়ি একই এলাকায় হওয়ায় উভয় পক্ষের মধ্যে ইতোমধ্যে কয়েক দফায় গোলাগুলি, হামলা ও আহতের ঘটনা ঘটে।

আজ মঙ্গলবার দুপুরে দুর্বত্তদের হামলায় আহত সাংবাদিক মনিরুজ্জামান মনির অভিযুক্ত ভাইস চেয়ারম্যান প্রার্থী হত্যা মামলার আসামি আবিদ হাসান রুবেলের প্রতিপক্ষ নুর মোহাম্মদ এর ছেলে। যদিও মনির দীর্ঘদিন ধরে এলাকা ছেড়ে রায়পুরা থানার পিছনে ভাড়া বাসায় বসবাস করছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ