
আলমগীর হোসেন হিরু, চাটখিল(নোয়াখালী) : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ছাত্র-জনতার আন্দোলনে সময় গণহত্যাকারীদের বিচারের দাবিতে চাটখিল উপজেলা বিএনপি বৃহস্পতিবার বিকালে পৌর শহরের আনিতাশ পেট্রোল পাম্পের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
অবস্থান কর্মসূচিতে বিএনপির সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আবু হানিফের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব শাহজাহান রানা, পৌর বিএনপির আহবায়ক দেওয়ান শামসুল আরেফিন শামীম, সদস্য সচিব এহসানুল হক মাসুদ সহ বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, স্বৈরাচার হাসিনাসহ তার সহযোগীদের অবিলম্বে গণহত্যার বিচারের আওতায় আনতে হবে। এই ব্যাপারে বক্তারা অন্তবর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন।