নুরুল ইসলাম, গাইবান্ধা : সদর উপজেলার কুপতলা ইউনিয়নের চাপাদহ ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমদাদুল হকের নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতায় ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী মানববন্ধন করেছে।
রোববার সকালে চাপাদহ বুড়ির খামার এলাকায় মানববন্ধন করেন বিক্ষুব্ধ জনতা। এ সময় বিদ্যালয়ের শিক্ষার দুরবস্থার চিত্র তুলে ধরেন ওই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীসহ স্থানীয় জনগণ।
এ সময় বিশিষ্ট সমাজসেবক তারা মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আতাউর রহমান, শাকিল আহমেদ সিয়াম,মনিরুজ্জামান বিশাল,রাকিবুল ইসলাম রকি, কুপতলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হাছনাইন আল আরাফাতসহ স্থানীয় জনগণ।
বক্তারা বলেন, বিদ্যালয়টিতে বিগত দিনে অনেক ভালো পড়াশোনা হতো। কিন্তু বর্তমান প্রধান শিক্ষক এমদাদুল হকের নানান অনিয়ম ও স্বেচ্ছাচারিতায় ভঙ্গুর হয়ে পড়েছে এখানকার পাঠদান ব্যবস্থা।
সহকারী শিক্ষক রুজিনা খাতুনের সাথে এ প্রধান শিক্ষক অসৌজন্যমূলক আচরণ করলে তিনি গত ১৩/৫/২০২৪ ইং গাইবান্ধা সদর উপজেলা শিক্ষা অফিসারের (টিও) নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করে অন্যত্র বদলি হন। এছাড়াও জুন ও জুলাই মাসে বিদ্যালয়ে অনুপস্থিত আছেন বলে হাজিরা খাতার ফটোকপিতে দেখা যায়।
বিদ্যালয়টির মান্নোয়নে ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে দায়ী প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।