
দিপংকর রায়, দিনাজপুর: বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়রসহ ১২ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ভোট কারচুপির মাধ্যমে দায়িত্বে আসা সকল কাউন্সিলর, ইউপি সদস্যকে আগামী ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে দিনাজপুরের বিরল পৌর বিএনপির নেতাকর্মীরা।
রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত বিরল কেন্দ্রীয় শহীদ মিনার সম্মূখ সড়কে অবস্থান কর্মসূচি চলাকালে পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে এবং উপজেলা তাঁতীদলের আহ্বায়ক লুৎফর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র যুগ্মসাধারণ সম্পাদক ও বিরল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ ন ম বজলুর রশিদ কালু, জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম, সাধারণ সম্পাদক নুরজামাল (সোনাহার), উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক মিজানুর রহমান, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ইয়াছিন আলী চৌধুরী, সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আরমান আলী, সাবেক সহ দপ্তর সম্পাদক মিজানুর রহমান, শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক চুন্নু, পৌর যুবদলের যুগ্মআহ্বায়ক হাবিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক সুমন রেজা, সদস্য সচিব রেজাউল ইসলাম রুবেল প্রমুখ। অন্যান্যদের মধ্যে সমাজ সেবক আতিকুর রহমান মিঠু, শহিদুল ইসলাম শহীদ বক্তব্য রাখেন।
বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়রসহ ১২ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ভোট কারচুপির মাধ্যমে দায়িত্বে আসা সকল কাউন্সিলর, ইউপি সদস্য ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দকে আগামী ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দেন তারা।
এরমধ্যে পদত্যাগ না করলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দিয়েছেন নেতৃবৃন্দগণ। পরে বিরল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন তারা।