
কাজী আলআমিন, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় আমতলী বাজারের রাস্তায় যানজট নিরসনে ও ব্যবসায়ীদের সতর্ক করেছেন উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ মুজাহেরুল হক।
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলার আমতলী বাজারে বিভিন্ন দোকান ও রাস্তা পরিদর্শন করেন।
পরিদর্শনে দোকানিকে আগাম বার্তায় জানান, মেয়াদোত্তীর্ণ কোন মালামাল বিক্রি, দ্রব্যের মেয়াদ স্টিকার, অতিরিক্ত মূল্য ও ফুটপাত দখল মুক্তসহ বিভিন্ন সতর্কবার্তা জানান।
রাস্তার দুই পাশে অটোচালকদের অপ্রয়োজনে দাঁড়ানো নিষেধ করেছেন। মাছ বাজারের বিভিন্ন সমস্যা সমাধানে ব্যবসায়ী ও বাজার কমিটিকে দায়িত্ব দিয়েছেন।
পরিদর্শনকালে দুই দোকানিকে ভিন্ন সাইনবোর্ড ব্যবহার ও ফুটপাত দখলের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেন।