বৃহস্পতিবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নিয়োগে ভেলকিবাজি করা শিক্ষকের পদত্যাগের দাবিতে উত্তাল এলাকাবাসী

Oplus_131072

মাইদুল ইসলাম রংপুর ব্যুরো: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের কিশামত হলদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নানা অনিয়ম ও নিয়োগ বাণিজ্যে করা ভেলকিবাজি নিয়ে উত্তাল এলাকাবাসীসহ সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

আন্দোলনের দ্বিতীয় দিনে বুধবার বিদ্যালয় চত্বরসহ রাস্তায় বিক্ষোভ সমাবেশে কিশামত হলদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম আবেদ এর নানা অনিয়মের মহাযজ্ঞ নিয়ে ফুঁসে ওঠে স্থানীয়রা।

সমাবেশে বিশিষ্ট সমাজসেবক সরকার হাশেমুজ্জামান বলেন, ঘরের চিপায় ১০ টি নিয়োগ দিলেন কেউ জানলো না। অথচ এখানে অনেক মেধাবী শিক্ষিত বেকার অবহেলায় দিনাতিপাত করছেন। এ বৈষম্যের শিকার কেন আমরা! প্রধান শিক্ষক নিজের পকেট ভর্তি করে পছন্দের ম্যানেজিং কমিটি করে দলীয় প্রভাব খাটিয়ে প্রতিষ্ঠানের বারোটা বাজিয়েছেন। তার এমন স্বেচ্ছাচারিতায় আমরা অতিষ্ঠ। অনতিবিলম্বে তার পদত্যাগসহ সকল অনিয়ম দূর্নীতির তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাশেদুজ্জামান রাশেদ জানান, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর কিন্তু সেই শিক্ষক যখন দূর্নীতিবাজ তখন সেই প্রতিষ্ঠানে কি আশা করা যায়! আমরা বিনা শর্তে তার পদত্যাগের দাবি জানাই। সেই সাথে তার বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম জানান , অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ