আলমগীর হোসেন হিরু, চাটখিল(নোয়াখালী) : নোয়াখালী জেলার চাটখিল উপজেলার বক্তারপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক, শিল্পপতি মো : ইউসুফ তার নিজস্ব অর্থায়নে বন্যায়দুর্গত দেড় হাজার মানুষের প্রতিদিনের তিন বেলা খাবারের ব্যবস্থা করেছেন। গত পাঁচ ছয়দিন ধরে এই খাবারের আয়োজন চলছে।
মো: ইউসুফ এর ছোট ভাই মো: কাজল জানান, চলমান বন্যায় যখন সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েছেন। তাৎক্ষণিক বিশিষ্ট সমাজসেবক মো: ইউসুফ এর নির্দেশে এলাকায় মাইকিং করে ক্ষতিগ্রস্তদের বাগে ইব্রাহিম দারুল আযহা মাদ্রাসায় আশ্রয় নেওয়ার জন্য এলাকাবাসীকে আহবান জানানো হয়। মাইকিং করার পরপরেই লোকজন আশ্রয় কেন্দ্রে আসা শুরু করে।
এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রগুলোতে ২৫০ জন লোকজন আশ্রয় নিয়েছেন। এবং পার্শ্ববর্তী ৮টি আশ্রয় কেন্দ্রে তিন বেলা খাবার মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী এবং স্বেচ্ছাসেবীদের মাধ্যমে খাবার পৌঁছানো হচ্ছে।
তিনি আরো জানান, বাগে ইব্রাহিম দারুল আযহা মাদ্রাসা আশ্রয় কেন্দ্রে রাতে ১৪শ’ এবং দুপুরে ১৪শ’ ও সকালে ৩শ’ লোকের খাবারের আয়োজন করা হচ্ছে।
মো: ইউসুফ জানান, বন্যার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ব্যবস্থা অব্যাহত থাকবে।