মশিয়ার রহমান,বিশেষ প্রতিনিধি : নীলফামারীর জলঢাকায় কোটাবিরোধী আন্দোলনসহ সার্বিকভাবে মূল্যায়ন করে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় নীলফামারী জেলায় তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ পুরস্কার পেয়েছেন জলঢাকা থানার ওসি নজরুল ইসলাম মজুমদার।
তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন জেলা পুলিশ সুপার মোকবুল হোসেন।
তিনি জলঢাকা থানায় যোগদানের পর সামগ্রিক কর্মমূল্যায়নের জন্য গত সোমবার নীলফামারীতে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ সম্মাননা পুরস্কার গ্রহণ করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল সহ উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সম্মাননা অর্জন করায় জলঢাকা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মজুমদার প্রথমেই মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করে বলেন, পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতা, দিক নির্দেশনা এবং জলঢাকাবাসীর ভালোবাসায় আমার এ সফলতা।