বুধবার, ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

অবসরে গেলেন প্রধান শিক্ষক রবিউল আলম

মশিয়ার রহমান, বিশেষ প্রতিনিধি: নীলফামারীর ডোমারের ঐতিহ্যবাহী শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় সমাপ্তি টেনে অবসরে চলে গেলেন প্রধান শিক্ষক রবিউল আলম। বিদায় বেলায় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

বৃহস্পতিবার বিদ্যালয়ের প্রাত্যহিক সমাবেশে আবেগাপ্লুত কন্ঠে ছাত্রদের উদ্দেশ্যে বিদায়ী বক্তব্য রাখেন সদ্য অবসরে যাওয়া প্রধান শিক্ষক রবিউল আলম। এসময় তিনি কান্না জড়িত কণ্ঠে ছাত্রদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনাসহ তার কর্মজীবনের সকল ভুল-ত্রুটির জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন। এর পাশাপাশি তার শিক্ষকতাকালিন কর্মজীবনের স্মৃতিচারণসহ বিভিন্ন দিক তুলে ধরেন। এরপর বিদায়ী প্রধান শিক্ষক রবিউল আলমকে বিদ্যালয়ের স্কাউট দল সালাম প্রদর্শন করেন। পরিশেষে তার অবসরকালীন জীবনের মঙ্গল কামনার্থে বিশেষ মোনাজাত করা হয়।

এসময় অন্যান্যদের মাঝে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রুহুল আমিন, সহকারী শিক্ষক হারুন অর রশীদসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী এবং ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রবিউল আলম ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা পেশায় ১৯৯০ সালের ১ জুলাই যোগদান করেন। পরবর্তীতে ২০০৯ সালের ২৫ মার্চ প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করেন। তিনি এই বিদ্যালয়েরই এসএসসি ১৯৮০ ব্যাচের ছাত্র ছিলেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ