বুধবার, ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চিকিৎসক হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

মারুফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. গোলাম কাজেম আলী আহমেদ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে সামনে অনুষ্ঠিত মানববন্ধনে নিপীড়ন ও বৈষম্যের শিকার চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো অংশ নেন।

স্বেচ্ছাসেবী সংগঠন চ্যারিটি ব্লাড ইউনিটের প্রধান উপদেষ্টা ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আব্দুস সামাদ এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডা: এস এম মাহমুদুর রশিদ, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: পারভেজ মাসুদ, বিশেষজ্ঞ ডা: মো. ময়েজ, ডা: মো. মহিউদ্দিন জাহাঙ্গীর, ডা: মো. ইসমাইল হোসেন, ডা: মাহফুজুর রায়হান, ডা: মুশফিকুর রহমানসহ জেলার বিভিন্ন স্তরের চিকিৎসকবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, ডা. কাজেম আলী হত্যার ১০ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত খুনিদের চিহ্নিত করা হয়নি। নগরীতে পুলিশ বাহিনীর স্থাপিত ৫ শতাধিক সিসি ক্যামেরা থাকলেও ওই হত্যাকাণ্ডে জড়িত মাইক্রোবাসটি পর্যন্ত জব্দ করতে পারেনি পুলিশ। হত্যার পরবর্তীতে প্রশাসন হত্যাকারীদের গ্রেফতার না করে বিভিন্ন তালবাহানা শুরু করে এবং হত্যাকাণ্ডের ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য পরিবারের উপর বিভিন্ন সৃষ্টি করে ও মিথ্যা বানোয়াট তথ্য প্রচার করে।

বক্তারা লোমহর্ষক এই হত্যাকাণ্ডকে পরিকল্পিত দাবি করে বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন।

ডা. কাজেম আলীর পরিবার বলছে, হত্যাকাণ্ডের পর এখন পর্যন্ত তাদের পরিবার স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেনি। তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের আশায় প্রহর গুনছেন।

প্রসঙ্গত, ২০২৩ সালের ২৯ অক্টোবর রাতে প্রাইভেট চেম্বারে রোগী দেখে বাড়ি ফেরার পথে রাজশাহীর কলাবাগান এলাকায় দুষ্কৃতকারীরা নৃসংশভাবে হত্যা করে চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. গোলাম কাজেম আলীকে। মামলার প্রায় ১০ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকেই চিহ্নিত করতে পারেনি পুলিশ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ