খাঁন মো. আ. মজিদ
চাওয়ার মত চাইলে পরে
বুড়ি ভৈরব নদীর তীরে
তোমারই আস্তানা
বাবা গরীবশাহ্ আউলিয়া ।।
ওরে তোমার নামে কত পাগ
পড়ে লুটাইয়ারে (২)
চাওয়ার মত চাইলে পরে
নিরাশ করেনা বাবা ॥
ওরে কে কে যাবি আয়রে তোরা
বাবারই দরবারে রে (২)
মজিদ পাগল কেঁন্দে বলে
তোমারই চরণে ঠাঁই দিও আমারে ॥
পাড়ের বেলায় নিও সাথে
দয়াল ডাকিযে তোমারে (২)