খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর: দিনাজপুরের বিরল উপজেলার একটি সীমান্তবর্তী এলাকার অসহায় ও দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার সকাল ১১টায় উপজেলার ৬নং ভান্ডারা ইউনিয়নের রামচন্দ্রপুর সীমান্ত সংলগ্ন চকফসল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হয়।
বিজিবি দিনাজপুর সদর দফতরের মেডিকেল অফিসার লেফটেন্যান্ট কর্নেল অনুপ কুমার বিশ্বাসের নেতৃত্বে চিকিৎসকদের একটি টিম ওই এলাকার তিন শতাধিক মানুষকে চিকিৎসা প্রদান করে।
সরেজমিনে চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম।
এ সময় তিনি বলেন, সীমান্ত এলাকার মানুষের স্বাস্থ্য সেবা সঠিকভাবে না পাওয়ার কারণে তারা সব সময় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকেন। অসহায় মানুষেরা অর্থের অভাবে চিকিৎসাসেবা নেয়ার ক্ষমতা থাকে না। এ কারণেই বিজিবি মেডিকেল টিম দ্বারা বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিচ্ছে।