বুধবার, ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সলঙ্গায় শিক্ষকের অপসারণ দাবিতে সড়ক অবরোধ

সলঙ্গা(সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ও শিক্ষিকা রহিমার অপসারণ দাবিতে সহস্রাধিক শিক্ষার্থী-জনতা সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে।

রোববার সকাল সাড়ে ১০ টায় রামার চর-ঘুড়কা আঞ্চলিক রাস্তার সলঙ্গা ডিগ্রী কলেজ চৌরাস্তা মোড়ে অবরোধ করেছে তারা। পরে অভিযুক্ত শিক্ষকদ্বয়ের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিলে কুরুচীপুর্ণ শ্লোগান দিয়ে সলঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এছাড়াও প্রধান শিক্ষক শহিদুল ও শিক্ষিকা রহিমার পরকীয়া, অনৈতিকতা ও অপসারনের লিফলেটও বিতরণ করা হয়।

সলঙ্গা বাজারের বড় ব্যবসায়ী, প্রধান শিক্ষক শহিদুল কালো টাকার দাপটে সংশ্লিষ্টদের ম্যানেজ করে নির্লজ্জভাবে ক্ষমতাকে আঁকড়ে ধরে রেখেছেন বলেও অভিযোগ উঠেছে। এ বিষয়ে সপ্তাহব্যাপী বিক্ষোভ মিছিল,আলোচনা সভা, ক্লাস বর্জন, অবরোধ, লিখিত অভিযোগসহ বিভিন্ন কর্মসূচি চলমান থাকায় প্রাচীনতম এ বিদ্যাপিঠে শিক্ষার পরিবেশ, পাঠদান ও ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাদের ২ জনের কারণে অন্যান্য শিক্ষকদেরও সমাজে দাঁড়াতে প্রশ্নবিদ্ধ হতে হচ্ছে।

অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ, ক্লাস ফাঁকি, পরকীয়াসহ নানাবিধ দুর্নীতির সাথে শহিদুল-রহিমার অনৈতিকতার বিচার ও তদন্ত চেয়ে সংশ্লিষ্ট দফতরে লিখিত অভিযোগ করলেও রহস্যজনক কারণে সুষ্ঠ তদন্তে কালক্ষেপণ হচ্ছে বলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা প্রশ্ন তুলেছেন।

এ বিষয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটির দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান জানান, ৫ কর্ম দিবসের মধ্যে ভ্যাটেনারি সার্জনকে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। আশা করি সোমবার সরেজমিনে গিয়ে তিনি তদন্ত করবেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *