রকিবুজ্জামান, মাদারীপুর: মসজিদে মসজিদে দোয়ার মধ্য দিয়ে মাদারীপুরে বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার বাদ আসর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহানের বাসা সংলগ্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। পরে মাদারীপুর লিগ্যাল এইড অ্যাসোসিয়েশনের হল রুমে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় মাদারীপুরে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহগণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য কাজী হুমায়ন কবীর, জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী জাহান, যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন হাওলাদার, অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু, মো. মিজানুর রহমান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ প্রমুখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক শহিদুল ইসলাম,সদস্য সচিব নাজমুল হোসেন, কালকিনি পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলামিন মু্ন্সি, কালকিনি উপজেলা যুবদল নেতা শিকদার মামুন, শামীম মোল্লা, সুমন কাজী, কালকিনি পৌর যুবদল নেতা কাওছার হোসেন (নান্না), ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সহসভাপতি কামরুজ্জামান নাহিন, কালকিনি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সজল বেপারী, সদস্য সচিব সাইফুল মুন্সি, কালকিনি পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. হাসান, সদস্য সচিব আমিনুল তালুকদার, কালকিনি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মাজারুল শিকদার, সদস্য সচিব শাহিন বেপারী, যুগ্ম আহ্বায়ক রায়হান, বিএনপি নেতা সিরাজুল ইসলাম বেপারী, জসিম উদ্দিন,নুরে আলম সান্টু, দুলাল বিশ্বাস সহ বিএনপির অঙ্গ সংগঠনের জেলা ও বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা।