বাবুল খাঁন, বান্দরবান: বান্দরবান সদর উপজেলার ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান উক্যনু মার্মানের পদত্যাগের দাবিতে জনসাধারণ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।
সোমবার সকাল ১১ টায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সমবেত হয়।
এ সময় সুয়ালক ইউনিয়নের জনসাধারণ, ছাত্রসমাজ ও সুশীল সমাজের প্রতিনিধিরা দাবি করেন, গত নির্বাচনে উক্যনু মার্মাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট দিয়েছেন। তাদের ধারণা ছিল সে নির্বাচিত হওয়ার পর সকল শ্রেণি-পেশার জনসাধারণের জন্য কাজ করবে কিন্তু নির্বাচনের পর দেখা গেলো তার আসল রূপ।
চেয়ারম্যান নির্বাচিত হয়ে বদলে ফেললো রূপ। আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে আওয়ামী লীগ নেতাদের সাথে ব্যবসা বাণিজ্য ও একচ্ছত্র আধিপত্য বিস্তারের জন্য আওয়ামী লীগ, সেচ্ছাসেবকলীগ, যুবলীগের নেতাকর্মীদের নিয়ে গড়ে তুলেন সিন্ডিকেট। সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন অনিয়ম-দুর্নীতিতে জুড়িয়ে পড়েন।
সুয়ালক ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ দাবি দ্রুত এই দুর্নীতিবাজ চেয়ারম্যানকে অপসারণ করে প্রশাসক নিয়োগের মাধ্যমে জনসাধারণের সেবা গতিশীল রাখা৷
সূত্রের তথ্য মতে, ইতিমধ্যে বান্দরবান জেলা আওয়ামী লীগ নেতাদের সাথে একটি মামলার আসামি চেয়ারম্যান উক্যনু মার্মা। মামলা থেকে নিজের নাম বাদ দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় তদবির করেছেন।