এম. মেহেদুল খাঁন, সৌদি আরব: সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামে (বাপ্রসাফ) এর পক্ষ থেকে এনটিভি জেদ্দা প্রতিনিধি ও বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মাসুদ সেলিমকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার রাতে রিয়াদের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক আহমেদ চান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফকির আল-আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনভেস্টর লায়ন ইসমাইল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন, পৃষ্ঠপোষক মো. জাহাঙ্গীর আলম, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়, সাংগঠনিক সম্পাদক ছাদেক আহমদ, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক ফকির হাকিমসহ সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গণমাধ্যমবান্ধব ব্যবসায়ী নুরুল ইসলাম নুরু, মাসুদ রানা, মো. ইউনুস প্রমুেখ।
এসময় এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম বলেন, সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের পক্ষ থেকে আমাকে সংবর্ধনা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আগামী দিনেও গণমাধ্যমকর্মীরা ঐক্যের মাধ্যমে এগিয়ে যাবে। জেদ্দা পশ্চিমাঞ্চল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা করা হবে বলে তিনি জানান।
দেশ ও জাতির কল্যাণে সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম আন্তরিকতার সাথে কাজ করবে সেই প্রত্যাশা করছি।