শুক্রবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বড়লেখায় গুণীজনদের সংবর্ধনা

হানিফ পারভেজ, বড়লেখা(মৌলভীবাজার): মৌলভীবাজারের বড়লেখায় শিক্ষা, সাহিত্য, সাংবাদিকতা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শিক্ষাবিদ হাজী ইছমাইল আলী (রহ.) শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার দুপুরে বড়লেখা পৌরসভা হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক এম.এম আতিকুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষক ও সংগঠক মোহাম্মদ নাজিম উদ্দিন এবং ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবু সাইদ ফরহাদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নিয়াজ উদ্দীন, জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ অরুণ কুমার দাস, জুড়ী শাহ নিমাত্রা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জহির উদ্দিন, বড়লেখা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা জামায়াতের আমীর এমদাদুল ইসলাম, অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুস সবুর, শিক্ষা অফিসার ডক্টর মাওলানা মো. তুতিউর রহমান, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি মৌলভীবাজার জেলার সভাপতি জোবের আহমদ, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ইফতেখার হোসেন চৌধুরী, সফিরুন্নেসা মেমোরিয়াল ট্রাস্টের পরিচালক ডা. নজরুল ইসলাম, অ্যাডভোকেট শওকতুল ইসলাম চৌধুরী, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা কাজী এনামুল হক, টেকাহালী পাঁচগাও কওমি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বদরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতি বড়লেখা উপজেলা শাখার সভাপতি এনাম উদ্দিন, শিক্ষক মাওলানা লুৎফুর রহমান, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আবিদুর রহমান, নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক উদ্দিন, সাপ্তাহিক বড়কণ্ঠের নির্বাহী সম্পাদক শিক্ষক রশিদ আহমদ খান, বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জিল্লুর রহমান, ডাকবাংলো জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল্লা খান, ফ্রান্স প্রবাসী লেখক সোহাইল আহমদ, কাতার প্রবাসী জামায়াত নেতা খিজির আহমদ, বড়লেখা পৌরসভার কাউন্সিলর কবির আহমদ, বড়লেখা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজী রমিজ উদ্দিন, বাপুসের মৌলভীবাজার জেলার কোষাধ্যক্ষ মুতাহিরুল ইসলাম, ফাউন্ডেশনের উপদেষ্টা আব্দুল মতিন কলাই মিয়া, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক হাজী আব্দুল হান্নান, যুবনেতা খায়রুল ইসলাম, বড়লেখা মোহাম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রভাষক তারেক আহমদ, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মীর মুহিবুর রহমান, আস-সুন্নাহ জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা তৈয়বুর রহমান, আস-সুন্নাহ মানবকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা ইয়াহিয়া আহমদ, সাংবাদিক সুলতান আহমদ খলিল, নিসচার উপজেলা সভাপতি সাংবাদিক তাহমিদ ইশাদ রিপন, ব্যাংকার আব্দুর রউফ, পাবলিকেশন সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আক্তার হোসেন, স্বেচ্ছাসেবী সংগঠন টিম ফর কোভিড ডেথ বড়লেখা-জুড়ীর প্রতিষ্ঠাতা সভাপতি শাহাব উদ্দন,ও ব্যবসায়ী সমিতির নেতা আবুল হোসেন প্রমুখ।

অনুষ্ঠান বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় গুণীজনদের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে মাওলানা খায়রুল ইসলামের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ