শুক্রবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্যবসায়ীর প্রায় আড়াই লাখ টাকা নিয়ে উধাও কর্মচারী

কাজী আল আমিন, বিজয়নগর(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় “আব্দুল হেকিম এন্ড সন্স” প্রতিষ্ঠান থেকে লক্ষাধিক টাকা নিয়ে উধাও হয়েছেন প্রতিষ্ঠানের এক কর্মচারী। বুধবার দুপুর ১২টায় এই ঘটনা ঘটে।

উক্ত ঘটনায় উপজেলার চান্দুরা ইউনিয়নের কালিসীমা গ্রামের প্রতিষ্ঠানের স্বত্বাধিকার সাজিদুল করিম ফিরোজ বাদী হয়ে চম্পকনগর ইউনিয়নের পেটুয়াজুরি গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে প্রতিষ্ঠানে কর্মচারী আনোয়ার হোসেনকে (৩৫) প্রধান আসামি করে ও মাতা নুরজাহান বেগম(৫৮), মোশারফ মিয়া (৩৮), হাকীম আলী (৩০), সালমা বেগম (৩০), ধন মিয়া (৫৫) ৬ জনের নাম উল্লেখ করে বিজয়নগর থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করেন, আনোয়ার হোসেন দীর্ঘদিন যাবৎ তার প্রতিষ্ঠানে কাজ করে বিশ্বস্ততা অর্জন করেন। ঘটনার দিন প্রতিষ্ঠানের যানবাহনে ২২৯৬ কেজি বিএসআরএম রড উপজেলার চরইসলামপুর জাহের মিয়ার বাড়িতে পাঠালে উক্ত মালামালের ২ লাখ ২০ হাজার টাকা প্রতিষ্ঠানের মালিকের অনুমতিতে আনোয়ার হোসেন এর হাতে দেয়। কর্মচারী আনোয়ার উক্ত টাকা নিয়ে ব্যবহৃত যানবাহন ওই এলাকায় রেখে টাকা নিয়ে আত্মগোপনে চলে যায়। প্রতিষ্ঠানের মালিক বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। অপারগতায় আনোয়ার হোসেন এর পরিবারের কাছে নালিশ করলে উল্টো হেনস্তার শিকার হন।

এ বিষয়ে প্রতিষ্ঠানের মালিক সাজেদুল করিম ফেরুজ জানান, এভাবে যদি কর্মচারীরা বিশ্বাসঘাতকতার কাজ করে তাহলে আমরা ব্যবসা কীভাবে করব। আমি অভিযোগ দিয়েছি। আশা করি প্রশাসন আমার বিষয়টা সঠিকভাবে বিবেচনা করবে। তারই সাথে সন্ধানের স্বার্থে প্রতারকের ছবি প্রকাশ করলাম।

এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে সর্বোচ্চ সহযোগিতায় অভিযুক্তকে আইনের আওতায় আনব।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ