সামিউল আলীম, বগুড়া: অজ্ঞান পার্টির ছিনতাই কবল থেকে একটুর জন্য ইজিবাইক সমেত রক্ষা পেয়েছেন চালক মোস্তফা মিয়া। গত শনিবার সন্ধ্যায় বগুড়ার শাজাহানপুরের মাদলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
বুধবার ঘটনার বর্ণনা দিয়ে চালক মোস্তফা মিয়া যায়যায়কালকে জানান, গত শনিবার সন্ধ্যায় বগুড়া শহরের কানুছগাড়ি এলাকা থেকে তিনজন যাত্রী শাজাহানপুরের খোট্টা পাড়া এলাকায় যাতায়াতের উদ্দেশ্যে ভাড়া নেন তার ইজিবাইক। এরপর গন্তব্যস্থলে পৌঁছালে চা খাওয়ার জন্য একটি দোকানের পাশে নামেন ওই তিন যাত্রী। গাড়িতে বসে থাকা চালক মোস্তফা মিয়াকেও চা নিয়ে এসে খাওয়ান তারা। এরপর থেকেই গা মাথা ঝিম ধরে আসছিল মোস্তফা মিয়ার। পথেমধ্য শাজাহানপুরের মাদলা বাজার এলাকায় পৌঁছালে টালমাটাল অবস্থায় একটি মুদিদোকানের সাথে সংঘর্ষ হয় তার ইজিবাইকের।
অবচেতন অবস্থায় মোস্তফা মিয়া স্থানীয়দের জানান, তাকে অজ্ঞান করার উদ্দেশ্যে কিছু একটা খাইয়েছেন এই যাত্রীরা। এরপরেই ধীরে ধীরে অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম হন তিনি।
স্থানীয়রা মোস্তফা মিয়াকে উদ্ধার করে তার ফোন থেকে স্ত্রীর নম্বরে ফোন করে খবর দিলে সেখানে গিয়ে পরিবারের লোকজন দেখেন অবচেতন অবস্থায় পড়ে রয়েছে মোস্তফা মিয়া।
স্থানীয়রা জানান, মোস্তফা মিয়ার ইজিবাইক দোকানের সাথে লেগে সেখানকার একটি খুঁটি ভেঙে যায়। লোকজন এগিয়ে এসে দেখেন অবচেতন অবস্থায় আছেন তিনি এবং গাড়িতে থাকা যাত্রীরা তাকে কিছু একটা খাইয়েছে বলে তিনি জানান।
অপর দিকে মোস্তফা মিয়ার পরিবার জানায়, তারা সেখানে পৌঁছানোর আগেই ওই ৩ জন যাত্রীকে নাকি মারধর করে ঘটনা সামাল দিতে ছেড়ে দিয়েছে স্থানীয়রা।
এ ঘটনায় ছিনতাইকারী অজ্ঞান পার্টির হাত থেকে ইজিবাইক সমেত বেঁচে ফিরায় কোথাও কোনো অভিযোগ দায়ের করেননি মোস্তফা মিয়া ও তার পরিবার।
স্থানীয়রা আরও জানান, এই এলাকায় ছিনতাইয়ের ঘটনা আজ নতুন নয়। মাঝেমধ্যে এ ধরনের ঘটনা ঘটে।
কথা হয় শহড়ে বসবাসরত স্থানীয় বাসিন্দা কল্পনা খাতুনের সঙ্গে। তিনি জানান, মাস দেড়েক আগেও তার নানা ইজিবাইক চালক আব্দুল গফুরের সাথেও ঘটে একই ঘটনা। কোনো এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে সন্ধ্যার পর ছিনতাইকারীরা যাত্রী বেশে উঠেন তার গাড়িতে। মাদলা এলাকায় পৌঁছালে লাথি দিয়ে চালককে গাড়ি থেকে ফেলে দিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। তবে মুলত কিশোর গ্যাং এমন ঘটনা ঘটায় বলেও জানান তিনি।
থানা পুলিশের পক্ষ থেকে এরকম অজ্ঞান পার্টি বা ছিনতাইকারী দলের সন্ধান পেলে অবশ্যই পুলিশকে তথ্য দেওয়ার জন্য জানানো হয়।