
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া সদরে অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে একটি অ্যাডহক কমিটি করে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এই অ্যাডহক কমিটিতে এ বি এম মোমিনুল হককে সভাপতি ও সামসুজ্জামান চৌধুরীকে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে নাম ঘোষণা করা হয়েছে ।
বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজের অধ্যক্ষের কাছে পাঠানো এক চিঠিতে বলা হয়, কলেজ পরিচালনার কার্যক্রম ুসুষ্ঠুভাবে অব্যাহত রাখার স্বার্থে নিম্নোক্ত ব্যক্তিবর্গের সমন্বয়ে অ্যাডহক কমিটি গঠন করা হলো।
এ বি এম মোমিনুল হক ও সামসুজ্জামান চৌধুরী ছাড়াও কমিটিতে রয়েছে সভাপতি মনোনীত একজন সদস্য (প্রতিষ্ঠাতা একজন/ প্রতিষ্ঠাতা না থাকলে দাতা বা হৈতিষীদের মধ্যে একজন ), প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে শিক্ষকদের মধ্যে থেকে একজন সদস্য এবং অধ্যক্ষ সদস্য সচিব থাকবেন পদাধিকার বলে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অনুমতিক্রমে কলেজ পরিদর্শক(ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিাদ্দক সরকার স্বাক্ষরিত চিঠিতে আরও বলা হয়, এই অ্যাডহক কমিটির মেয়াদ ৬ মাস। এই সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম অবশ্যই শেষ করতে হবে।