কামরুল হাসান, ভুজপুর(ফটিকছড়ি): চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় মো. ছালাউদ্দিন (৩৪) এক যুবক নিহত হয়েছে। নিহত ছালাউদ্দিন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউপির ৫ নং ওয়ার্ড হাসনাবাদ গ্রামের মো. আবিদুল্লার ছেলে।
শনিবার সকাল ৭টায় উপজেলার বড়তাকিয়া বাজারে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছালাউদ্দিনের বড় ভাই মো. কামরুল হাসান বলেন, আমার ভাই প্রবাসে যেতে কাগজপত্র সংগ্রহের কাজে চট্টগ্রাম যাচ্ছিল। পথে মিরসরাই উপজেলার বড়তাকিয়া বাজারে বাসের পেছনে একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে বাসের পেছনের অংশ দুমড়েমুচড়ে যায়। এসময় তীব্র ধাক্কায় বাসের পেছনের দিকের সিটে বসা আমার ভাই ঘটনাস্থলে নিহত হয়।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মাহমুদা আক্তার বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ছালাউদ্দিনকে শনিবার সকাল নয়টার দিকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় ছালাউদ্দিনের দুই পা থেঁতলে যায়। মাথার পেছনের অংশে তীব্র ধাক্কা লাগায় তার মৃত্যু হয়েছে।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মো. বোরহান উদ্দিন বলেন, শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. ছালাউদ্দিন নামের বাসের এক যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি আমরা হেফাজতে নিয়েছি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।