
কৌশিক চৌধুরী, হিলি: উৎপাদন বৃদ্ধি ও আমদানি নির্ভরতা কমাতে দিনাজপুরের হিলিতে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
রোববার বিকেল ৩টায় হাকিমপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি অফিসের হলরুমে উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগমের সভাপতিত্বে এসব বীজ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।
উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, হাকিমপুর উপজেলার ৫০ জন কৃষককে ১ কেজি করে পেঁয়াজ বীজ, ১০ কেজি ডিওপি, ১০ কেজি এমওপি এবং বীজতলা তৈরির সকল সরঞ্জাম দেওয়া হয়েছে।












