দিপংকর রায়, দিনাজপুর: দিনাজপুরের বিরলে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যায় বিরল উপজেলার ৫ নং বিরল ইউনিয়নের মোকলেশপুর উচ্চ বিদ্যালয়ের অদূরে ধান ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মোকলেসপুর উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী শফির উদ্দীন আনুমানিক বিকাল ৫টার দিকে তার ধান ক্ষেতে সেচ দিতে গেলে অজ্ঞাতনামা এক ব্যাক্তির মরদেহটি ধান ক্ষেতে দেখতে পায়। পরে বিরল থানা পুলিশকে খবর দিলে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধান ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। অজ্ঞাতনামা ওই ব্যক্তির আনুমানিক বয়স ২৮ থেকে ৩০ বছর হতে পারে বলে অনেকে ধারণা করছেন।
বিরল থানা অফিসার ইনচার্জ গোলাম মওলা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মরদেহটির পরিচয় এখনো সনাক্ত করা সম্ভব হয়নি। তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার পরনে পায়জামা ও টি-শার্ট ছিল।