
মোহাইমিনুল ইসলাম উলিপুর(কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে বজ্রপাতে কাজলি আক্তার(১২) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের গ্রাম চরবাগুবা উত্তর পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত কাজলি আক্তার ঐ এলাকার আব্দুল কাদেরর মেয়ে।
স্থানীয়সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলের দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পরলে মেয়েটি জমি বাড়ী থেকে গরু আনতে যায়। সে সময় মেয়েটির উপর বজ্রপাত পরলে ঘটনাস্থলেই গরু সহ মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সাহেবের আলগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।