
মো. জিল্লুর রহমান, লাকসাম: লাকসাম বাজারের ব্যবসায়ী ও সাংবাদিকদের সাথে লাকসাম-মনোহরগঞ্জ’র সাবেক এমপি কর্নেল (অব.) এম. আনোয়ার উল আজিম মতবিনিময় বিনিময় করেছেন।
শুক্রবার লাকসাম উপজেলার পৌর অডিটোরিয়াম হল রুমে লাকসাম উপজেলা বিএনপির আয়োজনে ও গোলাম ফারুক এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক সংসদ সদস্য কর্নেল (অব:) এম. আনোয়ারুল আজিম।
তিনি তার বক্তব্যে বলেন, স্বৈরাচারী হাসিনার পদত্যাগের পর বাংলার মানুষ স্বাধীনতা পেয়েছে। লাকসাম মনোহরগঞ্জ উপজেলার মানুষের উন্নয়নের জন্য পূর্বের ন্যায় জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থী হিসেবে দোয়া চেয়েছেন। লাকসামের সাধারণ ব্যবসায়ীদের ভোটের মাধ্যমে কমিটি গঠন করে শান্তিপূর্ণ ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি করতে সকলের সহযোগিতা কামনা করেন।
এছাড়াও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বলেন, আপনারা স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করবেন। অপরাধ দুর্নীতি, অনিয়মের বিরুদ্ধে লিখবেন। সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও সরকারের ভালো কাজের বিবরণ তুলে ধরবেন। মানুষ আপনাদের মাধ্যমে ভালো কাজ ও অপরাধ দুর্নীতি অনিয়মের খবর জানতে পারলে আইনশৃঙ্খলা বাহিনী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবে।
এছাড়াও লাকসামের ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। নির্বাচিত ব্যবসায়ী সংগঠনের মাধ্যমে ব্যবসায়ীদের পরিচালনা করতে বিএনপি নেতৃবৃন্দ ও প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ লাকসাম মনোহরগঞ্জ উপজেলার নেতাকর্মী, ব্যবসায়ী ও সাংবাদিকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। তিনি আগামী দিনে লাকসাম মনোহরগঞ্জ উপজেলার শান্তি-শৃঙ্খলা উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। সঞ্চালনায় ছিলেন লাকসাম প্রেস ক্লাবের আহবায়ক মনির আহমেদ।