বুধবার, ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

মহানবীকে(সাঃ) কটূক্তি করার প্রতিবাদে কানাশাখোলায় বিক্ষোভ মিছিল

এ এম আব্দুল ওয়াদুদ, শেরপুর: ভারতে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক মহানবী(সাঃ)-কে কটূক্তি এবং তার সমর্থনকারী বিজিবি নেতা নিতেশ নারায়ণের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন মুসল্লিরা।

রোববার বিকালে ভাতশালা ইত্তেহাদুল উলামার আয়োজনে কানাশাখোলা বাইপাস মোড়ে ওই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ভাতশালা ইউনিয়ন ইত্তেহাদুল উলামার সভাপতি মাওলানা মো. মিজানুর রহমান, সহ-সভাপতি মাওলানা আব্দুল হালিম, সাধারণ সম্পাদক মাওলানা মো. হাফিজুর রহমান, কানাশাখোলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. হামিদুল রহমান, মাওলানা সামিদুল হক কাজ্বী, ইত্তেহাদুল উলামার সহ-সাধারণ সম্পাদক মো. মাহাদী হাসান, ইত্তেহাদুল উলামার সদস্য মাওলানা ফারুক আহম্মেদ, মাওলানা আব্দুর রাজ্জাক প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা প্রতিবাদী কন্ঠে হুঁশিয়ারি করে বলেন, ভারতের পুরোহিত এবং মহানবী(সাঃ)-কে কটূক্তি করার সমর্থনকারী বিজেপি নেতা নিতেশ নারায়ণের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসি কার্যকর করতে হবে। ৫ আগস্ট বাংলাদেশ স্বাধীন হয়েছে। তখন দেশের বিভিন্ন মন্দিরে হামলা-ভাঙচুর যেন না হয়। সেই জন্য বাংলাদেশের মুসলমান মন্দিরে মন্দিরে পাহারা দিয়েছে। কিন্তু ভারতীয় কিছু কটূক্তিকারী তারা বাংলাদেশে দাঙ্গা সৃষ্টি করার জন্য আমাদের প্রিয় নবী মোহাম্মদ(সাঃ) কে নিয়ে কটূক্তি করেন। আমরা মুসলমানরা এ সকল ফাঁদে কখনোই পা দেব না। আমরা প্রতিবাদ সমাবেশে হুঁশিয়ারি করে ভারত সরকারকে বলতে চাই। ভারতে যারা মহানবী হযরত মুহাম্মদ(সাঃ) নিয়ে কটূক্তি করেছে তাদেরকে দ্রুত সময়ে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ