মঙ্গলবার, ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

বাগেরহাটে এক দফা দাবিতে নার্সদের কর্মবিরতি

রুহুল আমিন বাবু, বাগেরহাট: সারাদেশের মত এক দফা দাবিতে বাগেরহাটে ৩ ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন নার্সরা। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে সব ক্যাডারদের প্রত্যাহার করে অভিজ্ঞ নার্স পদায়নের দাবিতে তারা এ কর্মসূচি পালন করে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে বাগেরহাট ২৫০ সয্যা জেলা হাসপাতালের সামনে অবস্থান নিয়ে তারা কর্মবিরতি শুরু করে। সেখানে নার্সরা ব্যানারসহ দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন।

হাসপাতালের নার্সিং সুপারভাইজার নুরুন্নাহার বলেন, দীর্ঘদিন ধরে আমরা নার্সরা যোগ্যতা থাকা সত্ত্বেও বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছি। নার্সিং অধিদপ্তরে মহাপরিচালক, অতিরিক্ত পরিচালক এবং পরিচালক পদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আমলারা বসে আছেন।

এসএমএন ফারজানা জামান বলেন, আমাদের এক দফা দাবি, আমলাদের অপসারণ করে যোগ্যতা ও মেধার ভিত্তিতে নার্সদের নিয়োগ করতে হবে। এই দাবিতে আমরা গত ৯ সেপ্টেম্বর থেকে আন্দোলন করে আসছিলাম। তবে আমাদের দাবিগুলো এখনো মেনে নেওয়া হয়নি।

তৃতীয় বর্ষের শিক্ষার্থী কুতুবউদ্দীন বলেন, আমরা আজ সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করছি। আমাদের দাবি দ্রুত মেনে না নেওয়া হলে আগামীকাল বুধবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হবে। প্রয়োজনে আরো কঠোর কর্মসূচী পালন করা হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তবে কর্মবিরতির বাইরে রয়েছে হাসপাতালগুলো জরুরি বিভাগ এবং আইসিইউ, সিসিইউর মত গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো। তবে নার্সদের কর্মবিরতিতে সাধারন রোগীদের ভোগান্তি হচ্ছে বলে রোগীরা জানান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ