রেদোয়ান হোসেন জনি, মিরসরাই: মিরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নে পশ্চিম অলিনগর গ্রামে বারইয়ারহাট বি.এম হাসপাতালের উদ্যোগে ও অলিনগর ব্লাড ডোনেশন ক্লাবের আয়োজনে চিকিৎসা সেবা ও ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল ৯ টা থেকে ৫ টা পর্যন্ত উপজেলার অলিনগর লায়লা বেগম আদর্শ উচ্চ বিদ্যালয়ে চিকিৎসা সেবা ও ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পের কার্যক্রম অনুষ্ঠিত হয়। চিকিৎসা কার্যক্রমে সহযোগিতা করেন সামাজিক সংগঠন এফ.সি ১৬ ইউনিয়ন ব্লাডব্যাংক ও নোয়াখালী ফ্রেন্ড সার্কেল ব্লাডব্যাংক।
মেডিসিন, শিশুরোগ, চর্মরোগ ও গাইনি বিভাগের ডাক্তার দ্বারা প্রায় ৭ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অলিনগর ব্লাড ডোনেশন ক্লাবের স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ সোহেল, রিফাত উদ্দিন, তাহমিদ রানা নোবেল, মনির হাসান, আসিফ, মেহেদী হাসান, ইয়াজ খন্দকার, ইমতিয়াজ হোসেন ও জাবেদ ভূঁইয়া।
ক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ জিয়া, সেতোয়ার হোসেন, সৈকত হোসেন, ফিরোজ আহমেদ, সাখাওয়াত হোসেন বাপ্পি, অর্ণব নাথ, নয়ন দাশ, আবুল কালাম,মোঃ রাজু, আমজাদ, সঞ্জয় দাশ, মোঃ আবির, নয়ন, সিজান, আসিফ, মুন্না, জিসান, নিরব, সোহাগ, মারুফ, ফাহিম, আরমান, নুর উদ্দিন, নাহিদ, সায়েম, নাঈম আজিম, নিলয়, রেজাউল, সিফাত, মেহেদী, খান সাব, সাব্বির, আবু সাইদ, ইফতি, সিয়াম, ইমন, সাগর ও আরাফাত সহ অন্যান্যরা।