সুমন আল-মামুন, কুষ্টিয়া: দৌলতপুর উপজেলার হোসেনাবাদ এলাকায় বুধবার বিকেলে বৃষ্টির মধ্যে বজ্রপাতে চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এ সময় আরও সাতজন আহত হয়েছেন। আহতদের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, বজ্রপাতে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হোসেনাবাদ এলাকায় এ ঘটনা ঘটেছে। আরো বিস্তারিত পরে জানাতে পারবো।