এম. মেহেদুল খাঁন, সৌদি আরব ও মধ্যপ্রাচ্য ব্যুরো প্রধান: সৌদি আরব রিয়াদে আল দো আদমি যুবদলের শাখা কমিটি গঠন ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার কমিটি গঠন নিয়ে সৌদি আরবের কেন্দ্রীয় যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় হারা গালফ টলেডো রেস্টুরেন্টে।
যুবদল সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন স্বপনের সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক নুরুল আলম ফরায়াজী।
মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি শওকত আলী শিকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সোহাগ, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম পাটোয়ারী, রিয়াদ আল দো আদমি শাখা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন জেহাদী, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিয়াজীসহ যুবদলের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা।
মতবিনিমার সভায় সকলের সম্মতিক্রমে আনোয়ার হোসেন হাজীকে সভাপতি ও মোজাম্মেল শিকদারকে সাধারণ সম্পাদক করে রিয়াদ আল দো আদমি শাখা যুবদলের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
সবশেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।