রুহুল আমিন বাবু, বাগেরহাট: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের প্রায় দুই শতাধিক অসহায় ও দুস্থ নারীদের মাঝে নতুন বস্ত্র বিতরণ করেছে বাগেরহাট রামকৃষ্ণ আশ্রম।
শুক্রবার রাত ১০টায় বাগেরহাটের জেলা সদরের রামকৃষ্ণ আশ্রম প্রাঙ্গণে মহারাজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, আহবায়ক কমিটির সদস্য শেখ শাহেদ আলী রবি, দৈয়দ নাসির আহম্মেদ মালেক, মেহেবুবুল হক কিশোর বিএনপি নেতা মাহাবুবুর রহমান টুটুল, হাদিউজ্জামান হিরো, সর উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ বুলু, হিন্দু বৈদ্য ঐক্য ফ্রন্টের জেলা সভাপাত প্রদীপ বসু সন্তু, জাসাস সভাপতি মো. কামরুজ্জামান, জাতীয় আইনজীবী ফোরামের সদস্য এ্যাড সাজ্জাদ হোসেন, যুব নেতা আইয়ুব আলী মোল্লা বাবু, মনিরুজ্জামান মান্না, শেখ ওমর আলী মুন্না, জসীম সরদারসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনো বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।