মঙ্গলবার, ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

দিনাজপুরের বিরামপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত

খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর: দিনাজপুরের বিরামপুরে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় জহুরুল হোসেন (৫৮) নামে এক ভ্যানযাত্রী নিহত ও দুইজন গুরুতর হয়েছেন।

শুক্রবার বিকেল ৫টার দিকে পৌরশহরের কুচিয়ামোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানযাত্রী জহুরুল হোসেন উপজেলার দিওড় ইউনিয়নের ধানঘরা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

আহতরা হলেন- উপজেলার খাঁনপুর ইউনিয়নের খোশালপুর গ্রামের মশিউর রহমানের ছেলে মো. মিলন (২০), অপরজন একই ইউনিয়নের সন্দলপুর গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে এজার উদ্দিন (৭০) আহত হয়েছেন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, দুর্ঘটনার পর ঘাতক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ