
এস এম আক্কাস, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ টাস্কফোর্সের পরিচালিত অভিযানে জেলা ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালিত হয়।
এসময় ভেজাল গুড় বিক্রি এবং ভেজাল মিশ্রি বিক্রির দায়ে ছোনগাছাতে ইমরান ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা এবং তা আদায় করা হয়। এছাড়া কাজিপুরে গন্ধাইলে জমুনাপাড়া রেখা পোল্ট্রি ফার্মকে মূল্যতালিকা না দেওয়ায়, ভাউচার রশিদ না দিয়ে বিক্রয় করা, নির্ধারিত মূল্যের বাইরে ডিম বিক্রয়, মেমোতে মূল্যে উল্লেখ না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। খামারি মালিক লিটনকে এবং সদর উপজেলার রতনকান্দিতে আরো এক ডিমের খামারের মালিক রফিকুলকে ও একই অপরাধে বৃহৎ পরিসরে বাজার নিয়ন্ত্রণ করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত) মাহমুদ হাসান (রনি) নেতৃত্বে সিরাজগঞ্জের বিভিন্ন বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক (অতিরিক্ত) মাহমুদ হাসান (রনি) বলেন, কিছু অসাধু ব্যবসায়ী ডিমের বাজার এবং এর সাথে আরো কিছু ভেজাল ব্যবসায়ী খাবারের গুণগত মান নষ্ট পণ্য বাজারে বিক্রি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে। সেটা বন্ধে এবং ভোক্তাদের অধিকারের কথা চিন্তা করে এদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি আরও বলেন, জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে। এ অভিযানে সহায়তা করেন সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা, সদর উপজেলার প্রাণীসম্পদ কর্মকর্তা, সিরাজগঞ্জ জেলা পুলিশও শিক্ষার্থী প্রতিনিধিগণ সহযোগিতা করেন।