
মিজানুর রহমান, চট্টগ্রাম: ঐতিহ্যবাহী চট্টগ্রামে নানারকম অপরাধের মধ্যে মাদকসেবন এবং দেহব্যবসা একটি বড় সমস্যা। মানুষ সাধারণত আবাসিক হোটেলগুলোতে রাত্রিযাপন অথবা থাকার জন্য যায়। কিন্তু কিছু কিছু আবাসিক হোটেল অথবা গেস্ট হাউজ নামধারী হলেও আসলে সেখানে কোনো মানুষ থাকার ব্যবস্থা নেই।
ওইসব হোটেলগুলো মূলত মাদকসেবীদের আড্ডা এবং মাদক বেচাকেনা জন্যই তৈরি। সাধারণ মানুষ এখানে গেলে পরতে হয় নানারকম ঝামেলায়। বাহির থেকে দেখে বোঝার উপায় নাই যে এটি আবাসিক হোটেল। সাইনবোর্ড দেখে মানুষ যখন যায় তখনই পড়ে বিপদে। চট্টগ্রাম শহরের কোতোয়ালি থানা এলাকায় এরকম অনেকগুলো গেস্ট হাউজ আবাসিক হোটেল নাম দিয়ে দেদারছে চালাচ্ছে অসামাজিক কার্যকলাপ মাদক সেবন ও দেহ ব্যবসা।
এরকমই একটি আবাসিক হোটেল বি-বাড়িয়া গেস্ট হাউস। এই বি-বাড়িয়া গেস্ট হাউজে সবসময়ই চলে মাদকসেবন ও দেহব্যবসা। পালিয়ে যাওয়া শেখ হাসিনার সরকার পরিচিত এই আবাসিকের মালিক মোহাম্মদ আলী ও ফরহাদ দীর্ঘদিন যাবত চালিয়ে যাচ্ছে এই অপকর্ম।
এ বিষয়ে কোতোয়ালি থানা পুলিশের কাছে সাধারণ মানুষের অনুরোধ এই অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে।