
আলমগীর হোসেন হিরু, চাটখিল (নোয়াখালী): নোয়াখালীর চাটখিল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গত শুক্রবার রাতে চোরাইকৃত মোটরসাইকেলসহ ৪টি মোটরসাইকেল উদ্ধার করে।
এ সময় মোটরসাইকেল চোর চক্রের হোতা শুভ (২১) নামের এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত শুভ চাটখিল পৌরসভার ছয়ানী টবগা পাটোয়ারী বাড়ির মাসুদুর রহমানের ছেলে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। শুভকে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়। মোটরসাইকেল চোর চক্রের সবাইকে গ্রেফতারের চেষ্টা চলছে।