বৃহস্পতিবার, ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: যুবদল নেতা নুরুল ইসলাম নয়ন

শাহদাৎ হোসেন লাল, স্টাফ রিপোর্টার: শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে। গত ১৬ বছর একটি ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের মানুষের বুকে জগদ্দল পাথরের মত চেপে বসেছিল। গত ১৬ বছর স্বাধীন রাষ্ট্রের তালিকায় বাংলাদেশের নাম ছিল কিন্তু মানুষের কোনো স্বাধীনতা ছিল না। এই সময় বাংলাদেশে একটি পার্লামেন্ট ছিল কিন্তু কোনো কার্যকারিতা ছিল না। এ দেশে নির্বাচন কমিশন ছিল কিন্তু মানুষের কোন ভোটাধিকার ছিল না।

কুড়িগ্রামের রাজারহাটে পথসভায় কথাগুলো বলেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

শনিবার বিকালে স্টেশন চত্বরের পথসভায় তিনি এসব কথা বলেন। পথ সভা শেষে রাজারহাট বাজারে জনগনের মাঝে তারেক রহমান ঘোষিত বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশে আদালত ছিল কিন্তু কোনো ন্যায়বিচার ছিল না। আদালতের এজলাসে দাঁড়িয়ে থাকা বিচারপ্রার্থীর রাজনৈতিক পরিচয়ের উপর রায় নির্ধারিত হত। প্রশাসন ছিল কিন্তু কোনো নিরপেক্ষতা ছিল না। র‌্যাব-পুলিশ ছিল কিন্তু মানুষের কোনো নিরাপত্তা ছিল না। অথচ র‌্যাব পুলিশ গঠন করা হয়েছিল দেশের মানুষকে নিরাপত্তার চাঁদরে ঢেকে দেয়ার জন্য। কিন্তু দুঃখের বিষয় র‌্যাব পুলিশের আতঙ্কে মানুষের জীবনের নিরাপত্তার চাদর পুরোপুরি খসে পড়েছিল। এই ১৬ বছর বিএনপি দাবি করে আসছিল গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য মানুষের ভোটাধিকার ফিরে পাবার জন্য, র‌্যাব-পুলিশকে নিরপেক্ষ হওয়ার জন্য।

এ সময় তিনি আরও বলেন, আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান দেশে ছিলেন না কিন্তু আমাদের রক্ষার জন্য দুরন্তর পথ সংগ্রাম চালিয়ে গেছেন। সারাদেশে এই ১৬ বছরের বিএনপি-যুবদল-স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের শত শত নেতাকর্মীকে গুম-খুন করা হয়েছে। তবুও আমরা রাজপথ ছাড়ি নাই। গত জুলাই-আগষ্টে ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদী হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়ে যান।

তিনি বলেন, তারেক রহমানের নিদের্শ দলের কোনো নেতা-কর্মী বিশৃঙ্খলা অনিয়ম ও জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়ালে দল তাদেরকে ক্ষমা করবে না সে যত বড়ই নেতা হোক।

একই সঙ্গে তিনি বলেন, ফ্যাসিস্টের দোসররা যাতে দলের আশ্রয়-প্রশ্রয় না পান, এ বিষয়ে সকলকে সতর্ক থাকার আহবান জানান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *