
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে জামায়াত ইসলামের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলার মদনখালী ইউনিয়নে বাবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মাজলিসুল মোফাসসিরিন এর সেক্রেটারি ও জেলা জামায়াতের শুরা সদস্য অধ্যাপক মাওলানা নুরুল আমিন।
এসময় উপস্থিত ছিলেন জামায়াত ইসলামী মদনখালী ইউনিয়ন শাখার সেক্রেটারি রফিকুল ইসলাম রফিক, জামায়াতের ২ নং ওয়ার্ড এর সভাপতি রায়হান মিয়া, পীরগঞ্জ সদর বাইতুল মাল সম্পাদক ও ৫ নং মদনখালী ইউনিয়ন শাখা ছাত্রশিবিরের সভাপতি মেফতাহুল ইসলাম।
এর আগে মদনখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি আহসান হাবীব জুয়েলের সভাপত্বিতে সভার কার্যক্রম শুরু হয়।