বৃহস্পতিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রায়গঞ্জে প্রতিবন্ধী লেবুর পাশে দাঁড়ালেন মানবিককর্মী শেখ রজব আলী

0-4480x2038-0-0#

কাজল দাস , রায়গঞ্জ: মানবসেবা পৃথিবীর একটি মহৎ কাজ। সমাজে অনেকে নিজের অর্থসম্পদ মানবিক কাজে বিলিয়ে দিয়েছেন। তেমনি গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন সিরাজগঞ্জ কোতোয়ালির ‘সুখ পাখি’ মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ রজব আলী।

তিনি সুখ পাখি, আলোর জন্য যাকাত তহবিল প্রতিষ্ঠা করেন। সেই তহবিল হতে তিনি প্রতিনিয়ত অসহায়, প্রতিবন্ধী মানুষের মাঝে দীর্ঘদিন যাবত সহযোগিতা করে আসছেন। তারই ধারাবাহিকতা সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের অসহায় প্রতিবন্ধী লেবু মোল্লার পাশে দাঁড়াল মানবিক কর্মী শেখ রজব।

শুক্রবার অসহায় লেবুর মালশুন্য দোকানটিতে মালামালে পরিপূর্ণ করেন দেন তিনি। দুই সন্তান, স্ত্রী, মা সহ অভাবে সংসারে প্রতিবন্ধী লেবুই একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি। বাড়ির পাশে মানুষের সহযোগিতায় একটি টং দোকান প্রতিষ্ঠা করে বেশ কিছুদিন দোকানদারি করার পর মালামাল শূন্য হয়ে পড়ে দোকানটি।

প্রতিবন্ধী লেবু বলেন, আমি আর দশজন সাধারণ মানুষের মতই স্বাভাবিক জীবন যাপন করতাম।

ভাগ্য পরিবর্তনের আশায় ২০০১ সালে প্রবাসে যায়। কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস, কাজ করার সময় চারতলা ভবন থেকে পরে আমার মেরুদন্ডের হার ভেঙ্গে যাওয়ার পর আমি ২০ ধরে জিন্দা লাশ হয়ে বিছানায় পড়ে আছি।

তার দুর্দশার কথা জানিয়ে, মালামাল শূন্য দোকানে কিছু পণ্য সামগ্রী সহযোগিতা চেয়ে স্থানীয় মানবিককর্মী কাজল দাস এর মাধ্যমে দেশবাসীর কাছে সহযোগিতা কামনা করেন। কাজল দাস লেবুর দুর্দশার কথা ফেসবুকে তুলে ধরলে তা ব্যাপক প্রচার ঘটে।

বিষয়টি বিশেষভাবে নজরে আসে সিরাজগঞ্জ সদরের সুখ পাখি মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ রজব আলীর।

লেবুর দুর্দশার কথা চিন্তা করে শেখ রজব আলী প্রতিবন্ধী লেবুর জন্য “আলোর জন্য যাকাত তহবিল” হতে ১০ হাজার টাকা পাঠিয়ে দেন। সেই দিন বিকেল বেলায় কাজল দাসসহ স্থানীয় স্বেচ্ছাসেবীরা মিলে প্রতিবন্ধী লেবুর দোকানে মালামাল ক্রয় করে দোকান সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দেন।

দোকান থেকে মালামাল পূর্ণ দেখে প্রতিবন্ধী লেবুর মুখে তৃপ্তির হাসি ফুটে উঠে।

এসময় উপস্থিত ছিলেন, মানবিক সাংবাদিক দৈনিক সকালের সময় পত্রিকার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি সাইদুল ইসলাম আবির,ফুলজোড় রক্তদান সংগঠনের রক্তযোদ্ধা আব্দুল্লাহ আল মামুন, শাকিল আহমেদ,এম.এ হুসাইন সহ স্থানীয় এলাকাবাসী।

মানবিককর্মী কাজল দাস বলেন, পৃথিবীতে সৃষ্ট্রিকর্তা আমাদের সৃষ্টি করেছেন মানুষের উপকার করার জন্য। প্রতিবন্ধী লেবুর পাশে দাঁড়াতে পেরে আমরা খুবই আনন্দিত অনুভব করছি। আমরা কিছু না, আমরা কেবলমাত্র মাধ্যম হিসাবে কাজ করি। এই ভালো কাজের ক্রেডিট তাদের যারা দেশ ও প্রবাস থেকে টাকা পাঠিয়ে সহযোগিতা করে। এছাড়া তিনি সুখ পাখি, আলোর জন্য যাকাত তহবিলের প্রতিষ্ঠাতা শেখ রজব আলীর প্রতি বিশেষ কৃতজ্ঞা প্রকাশ করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ