শুক্রবার, ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ হওয়ায় বেরোবিতে আনন্দ মিছিল

মো. রিফাত ইসলাম, বেরোবি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ১০৮ তম সিন্ডিকেট সভায় লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করায় শিক্ষার্থীদের আনন্দ র‍্যালি। সমানভাবে অংশগ্রহণ করেছে ছাত্রদলও।

সোমবার রাত ৯ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে শেষ হয়।

এসময় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের রহমত আলী বলেন, ছাত্রলীগের যে অপরাজনীতি ছিল তার অবসান ঘটেছে। আমরা আর এই রকম লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি চাই না। আমরা কোনো রাজনৈতিক দলের প্রতিপক্ষ নই। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একটা প্রাণের দাবি ছিল লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা। আজ সেটি বাস্তবায়ন হয়েছে।

এদিকে একাধিক ছাত্র দলের নেতা কর্মী বলেন, আমরা সব সময় শিক্ষার্থীদের পক্ষে। তাই আমরাও এই আনন্দ র‍্যালিতে অংশগ্রহণ করেছি। ছাত্রলীগ ছাত্র রাজনীতির নামে যা করে গেছে তা আর ক্যাম্পাসে ফিরে না আসুক।

বেরোবি ছাত্রদলের আহ্বায়ক মো. আল আমিন বলেন, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্তের প্রতি আমরা সমর্থন করি এবং শিক্ষার্থীদের সাথে থেকে কাজ করতে চাই। লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি, চাঁদাবাজি, টেন্ডার বাজির বিপক্ষে আমরা। শিক্ষার্থীদের সাথে থেকে আমরা রাজনীতি করব, তবে সেটি যে দলীয় রাজনীতির ব্যানারে হতেই হবে এমন কোন কথা নয়। ছাত্র রাজনীতি বন্ধের নামে যদি কেউ আওয়ামী লীগ কে সহায়তা করার চেষ্টা করে সেদিকে ছাত্রদল সার্বক্ষণিক লক্ষ্য রাখবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ