বৃহস্পতিবার, ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা: ইত্তেফাক, যায়যায়দিন, সমকাল ও মানবকন্ঠের সাংবাদিকের বিরুদ্ধে চাঁদা দাবি ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে পাঁচতলা ভবনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে মোস্তফা তারেক ইকবাল পাটওয়ারী (৪০) নামের ব্যাংক কর্মকর্তার মৃত্যুর ঘটনায় চার সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাতে হুমকি ও আত্মহত্যার প্ররোচনার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

রোববার দুপুরে রামগঞ্জ পৌর শহরের আঙ্গারপাড়া এলাকায় নির্মাণাধীন পাঁচতলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে মারা যান ইকবাল পাটওয়ারী। তিনি পল্লী সঞ্চয় ব্যাংকের রামগঞ্জ শাখায় জুনিয়র কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। ইকবাল পাটওয়ারী লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার মোস্তফা কামালের ছেলে।

এ ঘটনায় রোববার রাতে ব্যাংক কর্মকর্তার স্ত্রী শারমিন আক্তার বাদী হয়ে রামগঞ্জ থানায় মামলা করেন। এতে ইত্তেফাকের প্রতিনিধি জাকির হোসেন মোস্তান, যায়যায়দিনের বেলায়েত হোসেন, সমকালের জাকির হোসেন ও মানবকণ্ঠের শাখায়াত হোসেনকে আসামি করা হয়। রাতেই তাদের গ্রেপ্তার করে পুলিশ। চারজনই পত্রিকাগুলোর রামগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

শারমিন আক্তার জানান, পল্লী সঞ্চয় ব্যাংকের রামগঞ্জ শাখার ১ কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের ঘটনায় তদন্ত চলছে। এ বিষয় নিয়ে বেশ কয়েকবার তার স্বামীর সঙ্গে সাংবাদিকদের কথা হয়। সবশেষ রোববার দুপুরে সাংবাদিকেরা আবারও ব্যাংকের ওই শাখায় যান। ব্যাংকের ব্যবস্থাপক বিবি রাহিমা বেগম ট্রেনিংয়ে থাকায় দায়িত্বে ছিলেন ইকবাল। একপর্যায়ে সাংবাদিকদের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। চার সাংবাদিক সংবাদ প্রকাশ করার হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করে আসছিলেন। রোববারও দাবিকৃত টাকার জন্য চাপ দেন তারা। একপর্যায়ে তাদের চাপ সইতে না পেরে বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন। তাদের হুমকির কারণে এ ঘটনা ঘটেছে।

রামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ফারুক হোসেন গ্রেপ্তার ওই চার সাংবাদিকের বরাত দিয়ে জানান, বিষয়টি নিয়ে চার সাংবাদিকের সঙ্গে তার কথা হয়েছে। তারা জানিয়েছেন, ব্যাংকের ব্যবস্থাপকের কাছে তারা অনিয়মের তথ্যের জন্য গিয়েছেন। ইকবাল পাটওয়ারীর সঙ্গে তাদের কোনো কথা হয়নি। হুমকি, টাকা দাবি ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগ সঠিক নয়।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার বলেন, হুমকি ও আত্মহত্যার প্ররোচনার মামলায় চার সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আজ তাদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *