লিটন সরকার, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামে রৌমারী উপজেলার সীমান্তবর্তী এলাকায় রাস্তা না থাকায় ২০ হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের চরের গ্রাম, চর বোয়ালমারী, বোয়ালমারী, পূর্ব কাউওয়ার চর, পশ্চিম কাউওয়ার চর, তেকানী গ্রাম, নওয়াদা পাড়া, মন্ডল পাড়া, বাঘের হাটসহ ৯টি গ্রামের ২০ হাজার মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
সরেজমিন গিয়ে জানা যায়, গ্রামবাসী, শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সকল পেশাজীবী মানুষের জন্য রাস্তাটি প্রয়োজন। গত বন্যায় ওই রাস্তার বিভিন্ন অংশ ভেঙে যায়। এতে যানবাহন তো দূরের কথা মানুষও ঠিক মত যাতায়াত করতে পারতেছে না। গ্রামবাসী, শিক্ষক, শিক্ষার্থীদের দাবি রাস্তাটি যাতে দ্রুত সংস্কার করা হয়।
চর বোয়ালমারী গ্রামের ইউনুস খান ক্বারি জানান, দীর্ঘদিন থেকে আমরা এলাকাবাসী রাস্তাটি দিয়ে কষ্টের সাথে যাতায়াত করে আসছি। গত বন্যায় রাস্তাটি বিভিন্ন জায়গায় ভেঙে যায়। এই সরকার যদি রাস্তাটি নতুন করে মেরামতের কাজ না করে তাহলে শিক্ষার্থীসহ এলাকার মানুষের যাতায়াত ও চরম দুর্ভোগ পোহাতে হবে।