বাবুল খাঁন, বান্দরবান: বান্দরবানে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বান্দরবানে নতুন যোগদান করা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার।
বুধবার সকাল ১১টায় বান্দরবান জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসেন মো. রায়হান কাজেমী।
মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, সম্প্রীতি বজায় রাখতে আমরা কাজ করবো। সম্প্রতি একটা বড় শক্তি। এই শক্তি যেন কোনোভাবে নষ্ট না হয়। সম্প্রীতি আমাদের দিক থেকে, আপনাদের দিক থেকে এবং নাগরিক সমাজের সকলের দিক থেকে অব্যাহত যেন থাকে। তাহলে কাজ করতে সুবিধা হবে। নতুন পরিবেশ পরিস্থিতিতে আমরা পুলিশ নব উদ্যমে কাজ শুরু করেছি। বিগত সময়ের চেয়েও সাংবাদিকদের সাথে পুলিশ প্রশাসনের সম্পর্ক আরো ভালো হবে।
সাংবাদিকদের যুক্তিসংগত, বস্তুনিষ্ঠ লেখনির মাধ্যমে সঠিক তথ্য তুলে ধরতে পুলিশ ও সাংবাদিকরা একসাথে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এসময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।