খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউনিয়নের নেহালগাঁ উচ্চ বিদ্যালয়ের কম্পিউটারের পিসি ও ব্যাটারি চুরি এবং মাদক সেবনের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের কেরানি আরিফুল ইসলামের বিরুদ্ধে।
তাছাড়া শিক্ষার্থীদের ইভটিজিং করার অভিযোগে উঠেছে কৃষি শিক্ষক মো. হুমায়ুন কবির জনির বিরুদ্ধে।
তাদের দুজনের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীরা বুধবার সারাদিন বিদ্যালয়ে বিক্ষোভ করেছে।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করেন, কেরানি আরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকসেবন করছেন এবং বিদ্যালয়ের বিভিন্ন সরঞ্জাম চুরির সাথে যুক্ত আছেন।
অন্যদিকে, কৃষি শিক্ষক মো. হুমায়ুন কবির জনির বিরুদ্ধে শিক্ষার্থীদের ইভটিজিংয়ের অভিযোগ উঠে এসেছে।
শিক্ষার্থীরা জানান, এ ধরনের অসদাচরণ বন্ধ না হলে তারা আন্দোলন চালিয়ে যাবে।
বিক্ষোভ চলাকালে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।