
আলমগীর হোসেন হিরু, চাটখিল (নোয়াখালী): নোয়াখালী চাটখিল উপজেলার নোয়াখলা সাধুরখিল গ্রামের প্রবাসী মো. ফাহিমের স্ত্রী বিবাহ হোসেন লাবণ্য (১৯)-কে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে লাবণ্যের মা শিল্পী আক্তার চাটখিল থানা বুধবার সন্ধ্যায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে জানা যায়, লাবণ্যের মা লাবণ্যকে নিয়ে ছয়ানী টবগা গ্রামের বাড়ি থেকে চাটখিল বাজার রিকশাযোগে যাওয়ার পথে ছয়ানী টবগা গ্রামের বড় ভূইঁয়া বাড়ির বাদশা মিয়ার ছেলে মো. শিহাব (২২) সহ ৭/৮ জন সন্ত্রাসী সিএনজি করে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।
এ ব্যাপারে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী অভিযোগ প্রাপ্তির কথার স্বীকার করে বলেন, অপহৃতকে উদ্ধারে চেষ্টা চলছে।