আল আমিন, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় নানা আয়োজনের মধ্য দিয়ে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
৭ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে উপজেলা শ্রমিক দলের সভাপতি সৌমিক হাসান সোহাগ ও সাধারণ সম্পাদক শাহ মো. সুজনের নেতৃত্বে ভালুকা বাসস্ট্যান্ড এলাকার মেঘার মাঠ থেকে একটি বিশাল মিছিল বের হয়।
পরে মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির কার্যালয়ে গিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
সভায় উপজেলা শ্রমিক দলের সভাপতি সৌমিক হাসান সোহাগ বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এছাড়াও তিনি সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
এসময় উপজেলা শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।