বৃহস্পতিবার, ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

আমস্টারডামে ইসরায়েলি ফুটবল সমর্থকদের ওপর হামলা

যায়যায়কাল ডেস্ক: নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ইসরায়েলি ফুটবল সমর্থকদের ওপর হামলা হয়েছে।

এ হামলাকে ইহুদিবিদ্বেষী বলে মন্তব্য করেছেন দুই দেশের শীর্ষ পর্যায়ের নেতারা। নিজ দেশের ফুটবল সমর্থকদের ফেরত আনতে আজ শুক্রবার নেদারল্যান্ডসে দুটি উড়োজাহাজ পাঠিয়েছে ইসরায়েল।

আমস্টারডামের জোহান ক্রুইফ এরিনাতে বৃহস্পতিবার ইসরায়েলের ফুটবল ক্লাব ম্যাকাবি তেল আবিব ও অ্যাজাক্স আমস্টারডামের মধ্যে ইউরোপা লিগের খেলা ছিল। এ ম্যাচে ইহুদি ক্লাব হিসেবে পরিচিত অ্যাজাক্স আমস্টারডাম ৫-০ গোলে জয়ী হয়। খেলা শেষে বৃহস্পতিবার রাতে ওই এলাকায় সংঘাত শুরু হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, রাস্তায় চলমান সংঘাত থামাতে চেষ্টা করছে পুলিশ। এতে কিছু হামলাকারীকে ইসরায়েলবিরোধী স্লোগান দিতে দেখা যায়।

আমস্টারডামের মেয়র ফেমকে হালসেমা বলেছেন, ম্যাকাবি তেল আবিব সমর্থকদের হামলা ও গালিগালাজ করা হয়েছে। তাদের দিকে আতশবাজি ছোড়া হয়েছে। তাদের রক্ষা করতে এবং পাহারা দিয়ে হোটেলে পৌঁছে দিতে দাঙ্গা পুলিশকে হস্তক্ষেপ করতে হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নেদারল্যান্ডসে ইহুদিবিদ্বেষ বেড়েছে। স্থানীয় অনেক ইহুদি সংগঠন ও স্কুল হুমকি ও ঘৃণামূলক চিঠি পাওয়ার অভিযোগ করেছেন।

গত রাতের হামলাকে ‘প্রচণ্ড সংঘাতময় ঘটনা’ বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আক্রান্ত ইসরায়েলি ফুটবল সমর্থকদের ফিরিয়ে আনতে নেদারল্যান্ডসে দুটি উড়োজাহাজ পাঠানো হয়েছে বলে জানিয়েছে তার কার্যালয়।

নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শুফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে লিখেছেন, ইসরায়েলি নাগরিকদের ওপর ইহুদিবিদ্বেষী হামলার ঘটনায় তিনি ভীত। এ ধরনের ঘটনা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

এরই মধ্যে শুফ নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন। ‘অপরাধীদের শনাক্ত করা হবে এবং আইনের আওতায় আনা হবে’ বলে তিনি নেতানিয়াহুকে আশ্বস্ত করেছেন।

বৃহস্পতিবার খেলার পর একদল বিক্ষোভকারী এ শহরে বিক্ষোভ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও জোহান ক্রুইফ এরিনা খেলার মাঠের দিকে যেতে চেষ্টা করছিল। এ সময় পুলিশ প্রায় ৫৭ সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *