বৃহস্পতিবার, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

লাকসাম প্রেস ক্লাবে নবাগত সদস্যদের বরণ

মো. জিল্লুর রহমান, লাকসাম (কুমিল্লা): লাকসাম প্রেস ক্লাবে নবাগত সদস্যদের বরণ অনুষ্ঠানের মধ্যদিয়ে সাংবাদিকদের মিলন মেলার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান স্বপন ও সদস্য মিজানুর রশিদের যৌথ সঞ্চালনায় এবং আহ্বায়ক মনির আহমদের সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে প্রেস ক্লাবে নবাগত সদস্যদের ফুল, কলম ও ডায়েরি দিয়ে বরণ করা হয়।

এতে বক্তব্য রাখেন, লাকসাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. আবদুল কুদ্দুস, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুর রহমান দুলাল, সাবেক সহ-সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, সদস্য সচিব ফারুক আল শারাহ, সদস্য কামরুল ইসলাম, সিরাজুল হক, জিল্লুর রহমান, গোলাম মাহবুব সোবহানী রুবেল, হামিদুল ইসলাম প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লাকসাম প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য এমএসআই জসিম, চন্দন সাহা, খলিলুর রহমান মজুমদার, তমিজ উদ্দিন আহমেদ চুন্নু, জামাল উদ্দিন স্বপন, শাহ নুরুল আলম, আহসান উল্ল্যাহ, এমএ জলিল, মাসুদ পারভেজ রনি, শারমিন সুলতানা, পিংকি বেগম, এম আর মানিক, ইকবাল হোসেন মিন্টু, নাজমুল হাসান, সাইফুল ইসলাম, আমজাদ হোসাইন, মোহাম্মদ উল্ল্যাহ, আব্দুল মালেক হিরণ, জাহিদুল ইসলাম, নাজমুল ইসলাম, দেলোয়ার হোসেন প্রমুখ।

নবাগতদের বরণ অনুষ্ঠানে আহ্বায়ক কমিটির সদস্যরা বলেন, ১৯৮৫ সালে লাকসামে সর্বপ্রথম প্রতিষ্ঠিত সাংবাদিক সংগঠন লাকসাম প্রেস ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি উপহার দিতে আমরা বদ্ধপরিকর। প্রবীণ ও নবীণদের সমন্বয়ে লাকসাম প্রেস ক্লাব একটি মডেল প্রেস ক্লাবে রূপান্তরিত হবে। এই লক্ষ্যে আহ্বায়ক কমিটি কাজ করে যাচ্ছে।

সৎ ও সাহসীকতা নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকতার বিকল্প নেই উল্লেখ করে বক্তরা বলেন, সাংবাদিকরা কোন চাঁদাবাজি করবে না, দুর্নীতি করবে না, লাকসাম প্রেস ক্লাবের সদস্যরা অন্যায়, অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থেকে পেশাগত দায়িত্ব পালনে নির্ভয়ে কাজ করবে। রাষ্ট্র ও সমাজের অসঙ্গতি তুলে ধরবে। সেই লক্ষ্যে নবাগতদের সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য এবং পেশাগত সাংবাদিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *