
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার পশ্চিম পাড়ায় বৃহস্পতিবার দুপুরে বালুবাহী ট্রাক্টরের ধাক্কায় মো. আব্দুল্লাহ (১২) নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। আব্দুল্লাহ নবীনগর পশ্চিম পাড়ার ছোট্ট মিয়ার ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায, ওই শিশু আব্দুল্লাহ বৃহস্পতিবার দুপুরে নবীনগর পৌর এলাকার পশ্চিম পাড়ার সড়ক পারাপারের সময় পেছন থেকে দ্রুত গতিতে আসা বালুবাহী ট্রাক্টর ধাক্কা দিলে ঘটনাস্থলে সে মারা যায়।
আব্দুল্লাহর পিতা ছোট্ট মিয়া বলেন, আমার ছেলে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে বালুবাহী ট্রাক্টর দ্রুত গতিতে ধাক্কা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। পুলিশ ট্রাক্টরটিকে আটক করেছে।
ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ট্র্যাক্টরটিকে আটক করা হয়েছে, লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।