
মিফতাহুল ইসলাম, পীরগঞ্জ (রংপুর): রংপুরের পীরগঞ্জে আঞ্চলিক বৈষম্য দূরীকরণে ৩ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন ছাত্র-জনতা। রংপুর-ঢাকা মহাসড়কে এক ঘন্টা রাস্তা ব্লকেড করে অবস্থান নেয়।
অন্তর্বতী সরকারের উপদেষ্টা পরিষদে উত্তরাঞ্চলে উপদেষ্টা নিয়োগের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে তারা।
বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ সমাবেশে ছাত্র-জনতার মধ্যে বক্তব্য রাখেন নাহিদ সরকার, সিয়াম মিয়া, আরিফ মিয়া, রজব আলী, রাজেদ আলী ও স্বপন মিয়া।
এসময় বক্তারা তাদের ৩ দফা দাবি তুলে বলেন, সুষম উন্নয়ন ও অর্ন্তভুক্তিমূলক নীতি প্রণয়নে উত্তর বঙ্গের দুই বিভাগ থেকে কমপক্ষে ২ জন করে ৪ জন উপদেষ্টা নিয়োগ করতে হবে। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে আমলা ও কর্মকর্তা নিয়োগে আঞ্চলিক বৈষম্য করা যাবে না। সেই সাথে প্রত্যেক উপদেষ্টা কার্যক্রমের অগ্রগতি সাপ্তাহিকভাবে জনম্মুখে প্রকাশ করতে হবে। বিতর্কিত ও জুলাই বিপ্লবকে ধারণ করে না এমন কোনো উপদেষ্টাকে অন্তবর্তীকালীন সরকারে রাখা যাবে না। পলিসি প্রণয়নে উত্তরবঙ্গের বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের পরামর্শ গ্রহণ করতে হবে।
এসময় ঘন্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ করে ছাত্র-জনতা। দাবি না মানা হলে কঠোর আন্দোলনে হুঁশায়ারি দেন তারা। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।